Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সরকার তথা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনগণের পক্ষে

''সরকার তথা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি''
সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা নিউজ, সাতক্ষীরা, Satkira,


জনগণের প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রাজধানীখ্যাত সুভাষিণী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার হিসাবে পরিগনিত। তাছাড়াও এই বাজারটি তিনটি জেলার (সাতক্ষীরা, খুলনা ও যশোর) মিলনকেন্দ্র। খুলনার ডুমুরিয়ার (পশ্চিমাংশের), যশোরের কেশবপুর (দক্ষিণাংশের) এবং সাতক্ষীরার তালা উপজেলার (উত্তরাংশের) জনগণের যাতায়ত এই বাজার দিয়েই। খুলনা, যশোর-সাতক্ষীরা হাইওয়ে এ বাজারের বুকের উপর দিয়ে চলেগেছে। এ বাজারে একটি ফাজিল মাদ্রাসা, একটি ড্রিগ্রী কলেজ (অনার্স ও বিএড কলেজ), দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন, একটি হেফজখানা, একটি এতিমখানা, একটি কওমী মাদ্রাসা ও একটি এডাস স্কুল সহ ইউনিয়ন ভুমি অফিস রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাস্তার দুপাশেই অবস্থিত। এ সকল প্রতিষ্ঠানে প্রায় ৫০০০ শিক্ষার্থী পড়ালেখা করে। সুভাষিনী বাজারের আশপাশের প্রায় ২৫টি গ্রাম হতে শিক্ষার্থীরা প্রতিদিন এখানে পড়ালেখার জন্য আসে। 



রাস্তার দুপাশেই তথা রাস্তা সংলগ্ন প্রতিষ্ঠানগুলি হওয়ায় কোমলমতি শিশুসহ শিক্ষার্থীদের রাস্তা পারাপারে ব্যাপক ঝুঁকিতে পড়তে হয়। কারন এই রাস্তার সাথে বাংলাদেশের প্রতিটি জেলার সংযোগ রয়েছে। প্রতিদিন দুরপাল্লার গাড়ি চলাচল করে তাছাড়া ভোমরা বর্ডার হতে মালামাল বোঝাই শতশত ট্রাক ও দক্ষিণ বঙ্গের শত-শত মাছের ট্রাক রাজধানী ঢাকা সহ, চট্টগ্রাম, খুলনা, মোংলাতে নিয়ে যায়। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ায় যানবাহন তথা পণ্য পরিবহনে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি ছুটে চলে। এমনই একটি জনবহুল বাজারে বেশ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। কোন ফুট ওভার ব্রীজ বা স্পিড ব্রেকার না থাকায় শিক্ষার্থীরা সহ বাজারের জনগণের বেশ ঝুঁকিতে রাস্তা পার হতে হয়। এছাড়া সুভাষিনীতে প্রতিদিন বাজার বসে। প্রতিদিন প্রায় দেড় দুই হাজার মানুষ বাজারে আসা-যাওয়া করেন। এ বাজারে তেঁতুলিয়া ইউনিয়নের ভুমি অফিস অবস্থিত বিধায় সেখানেও মানুষের আনাগোনা নেহাৎ কম নয়। 

হাইওয়ে রাস্তায় সা সা করে ছুটে চলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ স্থানীয়ভাবে মহেন্দ্র, ইজিবাইক, নসিমন, ভ্যান চলাচলের কারণে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয় জনগন। এহেন একটি গুরুত্বপূর্ণ বাজারে রাস্তায় নেই কোন স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রীজ। শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দিয়ে অভিভাবকদের টেনশনে থাকতে হয়। সে কারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে যদি এই বাজারের দুপাশে স্পিড ব্রেকার বা একটি ফুট ওভার ব্রিজ করা যায় তাহলে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহজ হবে।
আশাকরি কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে সুদৃষ্টি দিবেন এবং অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

tags:--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------khulnadivisionnews, Khulna Division News, Khulna News, Khulna Division, Khulna Zila News, Khulna Port News, Khulna, Dumuria, খুলনা বিভাগ নিউজ, খুলনা বিভাগ, খুলনা নিউজ, ডুমুরিয়া নিউজ, বটিয়াঘাটা নিউজ, সাতক্ষীরা নিউজ, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ